ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

৫ ঘণ্টা বন্ধের পর দিনাজপুরের সব রুটে ফের বাস চলাচল শুরু

৫ ঘণ্টা বন্ধের পর দিনাজপুরের সব রুটে ফের বাস চলাচল শুরু

 দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২১ | ০৪:১১

প্রশাসনের ন্যায় বিচারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ৫ ঘণ্টা বন্ধের পর দিনাজপুরের সব রুটে ফের বাস চলাচল শুরু হয়েছে। শনিবার দুপুর ২ টা থেকে এই যান চলাচল শুরু হয়। এর আগে পুলিশের বিরুদ্ধে এক বাসচালককে পেটানোর অভিযোগ তুলে প্রতিবাদে সকাল ৯ টা থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয় মোটর পরিবহন শ্রমিকরা। এ সময় তারা রাস্তায় বিক্ষোভ কর্মসূচিও পালন করে।

শ্রমিকরা জানায়, , শুক্রবার সন্ধ্যায়  নুসরাত পরিবহনের একটি বাস রিজার্ভ যাত্রী নিয়ে যাওয়ার পথে চাম্পাতলীতে পুলিশের পিকআপ ভ্যানকে সাইড দিতে দেরি করে। এ সময় ক্ষিপ্ত হয়ে পুলিশ লাঠি দিয়ে নুসরাত পরিবহনের চালক হযরত আলীকে পেটায়। এতে ওই চালক গুরুতর আহত হয়। সকালে চালক আহত করার খবরটি টার্মিনালসহ বাস শ্রমিক সংগঠনগুলোর মাঝে ছড়িয়ে পড়ায় শ্রমিকরা প্রতিবাদ করে এবং টার্মিনাল এলাকায় মহাসড়কের উপর এলোপাতাড়িভাবে যানবাহন রেখে অবরোধ ও বিক্ষোভ করতে থাকে। এসময় দিনাজপুর কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে এবং অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করে। পরে শ্রমিকদের সাথে সন্ধ্যায় পুলিশ আলোচনায় বসবে এমন আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে।  

দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. রফিক জানান, সন্ধ্যায় আলোচনার মাধ্যমে চালককে মারধোরের বিষয়টি সমাধান হবে এবং সন্ধ্যা ৭ টায় বিষয়টি নিয়ে দিনাজপুর কোতয়ালী থানায় বসা হবে বলে জানিয়েছে পুলিশ। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে পুনরায় যান চলাচল শুরু করা হয়েছে।

দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান আসাদ ফের যান চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আরও পড়ুন

×