ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পুরনো ধারার ব্যাংকিং ব্যবস্থা থাকবে না: পরিকল্পনামন্ত্রী

পুরনো ধারার ব্যাংকিং ব্যবস্থা থাকবে না: পরিকল্পনামন্ত্রী

বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করছেন পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২১ | ০৪:১৭ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২১ | ০৪:২১

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, পুরনো ধারার ব্যাংকিং ব্যবস্থা এখন আর থাকবে না। টাকা তুলতে গিয়ে ব্যাংকে লাইনে দাঁড়ানোর সময় এখন আর কারো নেই। 

তিনি বলেন, এখন ব্যাংকিং ব্যবস্থার সবই চলে যাবে কার্ডে এবং মেশিনসহ নানা সিস্টেমে-অনলাইনে। উন্নত দেশগুলোতে ব্যাংকিং সেবা সেভাবেই চলছে।

শনিবার বেলা ১১টায় জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন। 

ব্যাংকের অনিয়ম প্রসঙ্গে কথা বলার সময় কিছুটা বেশি বলা হয়, আবার কিছুটা সত্যতাও রয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, ব্যাংক খাতে শৃঙ্খলা আনার চেষ্টা করা হচ্ছে। খেলাপি ঋণের পরিমাণও কমছে।

ম্যুরাল উদ্বোধনের সময় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুননাহার শাম্মী প্রমুখ উপস্থিত ছিলেন।


আরও পড়ুন

×