ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২১ | ০৪:১৭ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২১ | ০৭:৪৩

সুনামগঞ্জ সদর উপজেলায় এক কিশোরীকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। বুধবার দুপুরে মেয়েটির বাবা এই মামলা দায়ের করেন। এতে উপজেলার রহমতপুর গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে আজাদ মিয়াকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণীতে বলা হয়, রোববার রাত সাড়ে ৮ টার দিকে আসামি ঘরের দরজা ভেঙে পরিবারের সবাইকে জিম্মি করে মেয়েটিকে তুলে নিয়ে যান এবং একাধিক স্থানে নিয়ে ধর্ষণ করেন। সোমবার রাতে এক সিএনজি চালক মেয়েটিকে অসুস্থ অবস্থায় কোর্ট পয়েন্ট এলাকা থেকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. শহিদুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'আসামিকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে।'

আরও পড়ুন

×