যশোরে ভাতিজার বঁটির কোপে চাচা নিহত

যশোর অফিস
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২১ | ০৩:১১
যশোরে ভাতিজার বঁটির কোপে চাচা আবুল কাশেম (৬০) নিহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভাতিজা আলালকে আটক করেছে পুলিশ।
কাশেম যশোর সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে। আলাল একই গ্রামের রওশন আলীর ছেলে। তারা সম্পর্কে আপন চাচা-ভাতিজা। পুলিশ জানায়, আলাল মানসিক ভারসাম্যহীন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ফজরের নামাজ পড়ে কাশেম নারায়ণপুর মোড়ে চা খেতে আসেন। সেখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলালের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে আলাল বাড়ি থেকে বঁটি এনে কাশেমকে কোপ মারেন। স্থানীয়রা কাশেমকে উদ্ধার করে যশোর জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁচড়া ফাড়ির ইনচার্জ ইন্সেপক্টর রকিবুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভাতিজা আলালকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।