ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সাংবাদিক পরিচয়ে টাকা চেয়ে ধরা তারা

সাংবাদিক পরিচয়ে টাকা চেয়ে ধরা তারা

পুলিশের হাতে আটকরা -সমকাল

মাদারীপুর সংবাদদাতা

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২১ | ০৮:২৭ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২১ | ০৮:৩৯

মাদারীপুরে সাংবাদিক ও মানবধিকার কর্মী পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে জেলা ও দায়রা জজ আদালত চত্ত্বর থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শিবচর পৌর এলাকার আলতাব উদ্দিন তালুকদারের ছেলে মজিবুর রহমান তালুকদার (৫৫), একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মামুনুর রহমান বাবু ও সামছুল আলমের ছেলে আনোয়ার হোসেন।

পুলিশ জানায়, দুপুরে জেলার আদালত চত্ত্বরে আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতিবিরোধী সোসাইটির চেয়ারম্যান মজিবুর রহমান তালুকদার, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন ও ফাল্গুনী টিভির স্পেশাল প্রতিনিধি পরিচয়ে মামুনুর রহমান বাবু একটি জমিজমার মামলায় রায় পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কালকিনি উপজেলার এক ব্যক্তির কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। কিন্তু তাদের কথাবার্তায় সন্দেহ হলে জেলার সাংবাদিকদের খবর দেন ওই ব্যক্তি। পরে জেলার সিনিয়র সাংবাদিকদের কথায় ধরা পড়ে যান তারা। পরে সদর মডেল থানায় পুলিশ এসে তাদের নিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে ভুয়া আইডি কার্ড, ক্যামেরা, মাইক্রোফোন ও মোবাইল ফোন জব্দ করা হয়।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা বলেন, আদালত এলাকা  থেকে তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে। তবে এ ঘটনায় রাত ৮টা পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×