ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আহমদ শফীর কবর জেয়ারত ও বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ ধর্ম প্রতিমন্ত্রীর

আহমদ শফীর কবর জেয়ারত ও বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ ধর্ম প্রতিমন্ত্রীর

হাটহাজারী মাদ্রাসায় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান -সমকাল

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২১ | ০৭:৫৮

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর আগে হেফাজতের প্রয়াত আমীর আল্লামা শাহ আহমদ শফী এবং হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রয়াত মুরব্বীদের কবর জেয়ারত করেন তিনি। পরে হাটহাজারী মাদ্রাসা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন মন্ত্রী। 

শুক্রবার জুমার নামাজের পর হেফাজত আমীরের কার্যালয়ে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রতিমন্ত্রী। মধ্যাহ্নভোজ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী বলেন  ‘হেফাজতের সাবেক আমীর প্রয়াত আল্লামা শফী এবং হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রয়াত মুরব্বীদের কবর জেয়ারত করতে আমরা হাটহাজারী এসেছি। আমরা এখানে জুমার নামাজ আদায় করেছি। হুজুরদের সঙ্গে কথা বলেছি যেন সম্প্রীতির বন্ধন অটুট রেখে সবাই সবার ধর্ম পালন করতে পারেন।' 

আল্লামা শফীর পরিবারের পক্ষ থেকে করা মামলার বিষয়ে তিনি বলেন, ‘এটি প্রশাসনের বিষয়। প্রশাসন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে।’

এসময় ইসলামিক ফাউণ্ডেশনের ভারপ্রাপ্ত ডিজি ফারুক আহমদ, সচিব নুরুল ইসলাম পিএইচডি, উপ-সচিব আবদুল হামিদ জামানদার, ইসলামি ফাউণ্ডেশন চট্টগ্রাম বিভাগের পরিচালক আবুল আহসান মোহা. বোরহান উদ্দিন, উপ পরিচালক মো. সেলিম উদ্দিন, সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালাম, জেলা পুলিশ সুপার রশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) আবদুল্লাহ আল মাসুম প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যদিকে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলে বিদায়ের পর হেফাজত আমীর বাবুনগরী বলেন, ‘ধর্ম প্রতিমন্ত্রী আমাকে অনেক মহব্বত করেন। আমি অসুস্থ জেনে গত বুধবার তিনি আমাকে দেখতে সিএসসিআরে হাসপাতালে গিয়েছেন। তিনি হাটহাজারী মাদ্রাসার একজন হিতাকাঙ্খী। তিনি বলেছেন এই মাদ্রাসা আপনাদের। দ্বীন, জাতি, দেশ ও মাদ্রাসা রক্ষা করা আপনাদের ও আমাদের দায়িত্ব। আমি দাওয়াত দিয়েছি, তিনি আবার হাটহাজারী মাদ্রাসায় আসবেন। এছাড়াও আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর বিষয়ে মন্ত্রী আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজের পূর্বে পরিষ্কারভাবে বলেছেন যে, আল্লামা আহমদ শফীর মৃত্যু স্বাভাবিক হয়েছে।’

আরও পড়ুন

×