শেরপুরে মেছো বাঘ পিটিয়ে হত্যা

মেছো বাঘের মরদেহ- সমকাল
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২১ | ১১:৫৭
শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার দুপুরে স্থানীয় আফু শেখের বাড়ির পেছনের বাঁশঝাড়ে শাবকটিকে দেখতে পায় তারা।
এলাকাবাসী জানায়, ওই বাঘটি গ্রামের মতু মিয়ার ছেলে রাসেল মিয়াকে (৩৫) কামড় দিয়েছে। এ কারণে স্থানীয়রা আতঙ্কিত হয়ে বাঘটিকে মেরেছে।
স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা গেছে, বাঘের খবর পেয়ে চারদিক থেকে লোকজন লাঠিসোটা নিয়ে এটিকে ধরতে চেষ্টা করে। একপর্যায়ে নিজেকে বাঁচাতে বাঘটি রাসেলের হাতে কামড় দেয়। এরপরও এলাকাবাসী বাঘটিকে আটকে পিটিয়ে হত্যা করে।
খবর পেয়ে শেরপুর বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা গিয়ে মৃত বাঘটিকে উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর বন বিভাগের রেঞ্জার আবদুল্লাহ আল আমিন বলেন, বাঘটিকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। এর দৈর্ঘ্য দেড় ফুট। এটি একটি মেছো বাঘ। বয়স দুই বছর হতে পারে। ময়নাতদন্ত শেষে বাঘটিকে মাটি চাপা দেওয়া হয়েছে।
- বিষয় :
- মেছো বাঘ