ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২১ | ০১:০৮ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২১ | ০১:৫৬

মুন্সীগঞ্জে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আলমগীর খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত ১ টার দিকে মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের কাশিপুর গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। সোমবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত ওই গৃহবধূর নাম পারুল বেগম। তিনি বরিশাল জেলার করিম বক্সের মেয়ে এবং ঢাকার নবাবগঞ্জ এলাকার মোসলেম বেপারীর ছেলে আলমগীর খানের স্ত্রী। তারা মুন্সিগঞ্জের পঞ্চসারের কাশিপুর এলাকায় থাকতেন।
 
মুন্সীগঞ্জ সদর থানার ভখারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, নিহতের স্বামীর অন্য এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামীর প্রেমের সম্পর্কের জের ধরে ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। খবর পেয়ে রোববার রাত ২টার দিকে অভিযুক্ত আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, লাশের সুরতহাল প্রতিবেদনে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে।


আরও পড়ুন

×