২শ’ বোতল মদ নিয়ে সেন্টমার্টিনে ঘুরছিলেন মিয়ানমারের ৫ নাগরিক

সাগরে মদ নিয়ে ঘুরছিলেন এই ব্যক্তিরা- সমকাল
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২১ | ০৮:০৯ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২১ | ০৮:১৭
কক্সবাজারের সেন্টমার্টিনে অভিযান চালিয়ে বিদেশি মদসহ মিয়ানমারের পাচঁ নাগরিককে আটক করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা।
মঙ্গলবার সকালে সেন্টমার্টিন এলাকায় সমুদ্রে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জানানো হয়। আটক ব্যক্তিরা হলেন-মিয়ানমারের আকিয়াবের মো. সাদেক, মো. আইয়ুব, মো. ইউনুছ, মো. কবির ও মো. সাদেক।
টেকনাফ কোস্ট গার্ড স্টেশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমন্ডার আরিফুল বলেন, মিয়ানমার থেকে কয়েকজন মাদককারবারিকে নৌকায় বাংলাদেশ সীমানায় আসতে দেখা যায়।
তিনি জানান, এ সময় নৌকাটির গতিবিধি সন্দেহজনক হলে কোস্ট গার্ড সদস্যরা সেটিকে ধাওয়া করে ধরে ফেলে। পরবর্তীতে নৌকাটিতে তল্লাশি চালিয়ে বস্তায় ভেতর থেকে ২শ’ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় পাচারের ব্যবহৃত নৌকাসহ ওই পাচঁ মিয়ানমার নাগরিককে আটক করা হয় ।
কোস্ট গার্ড কর্মকর্তা আরিফুল জানান, জিজ্ঞাসাবাদে ওই পাঁচ ব্যক্তি স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে তার মাদক পাচার করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। পাশপাশি বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদক নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রেখেছে।
- বিষয় :
- মিয়ানমারের নাগরিক
- সেন্টমার্টিন