ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

মেসে শিক্ষার্থীদের ওপর হামলা

ববি শিক্ষার্থীদের ৩ দফা দাবি, অবরোধ অব্যাহত

ববি শিক্ষার্থীদের ৩ দফা দাবি, অবরোধ অব্যাহত

সংগৃহীত ছবি

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২১ | ০২:০১

মঙ্গলবার দিবাগত গভীর রাতে মেসে শিক্ষার্থীদের ওপর পরিবহন শ্রমিকদের হামলার ঘটনায় প্রতিবাদে ফুঁসে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সব শিক্ষার্থী। বুধবার সকাল ৭টা থেকে চলমান রয়েছে বিশ্ববিদ্যালয়ের সম্মুখের বরিশাল-পটুয়াখালী মহাসড়কে অবরোধ। দুপুর ১২টা পর্যন্ত চলমান এই সংকট নিরসনে বৈঠকে বসেন ববি প্রশাসন ও শিক্ষার্থীদের প্রতিনিধি দল। বৈঠকে তিন দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের তুলে ধরা দাবিগুলো হচ্ছে- মঙ্গলবারের ঘটনায় দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার পদক্ষেপ গ্রহণ; এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে হামলায় জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে  মামলা করা; এবং অনাবাসিক সকল শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে ভূমিকা নেওয়া।

এসব ব্যাপারে উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন সাংবাদিকদের জানান, যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। তিনি শিক্ষার্থীদের দাবিগুলো শুনেছেন এবং সেগুলো বাস্তবায়নের প্রচেষ্টা শুরু করেছেন। তবে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান। প্রয়োজনে সকল পক্ষের সঙ্গে বারবার বৈঠকের কথাও বলেন তিনি।

এ ব্যাপারে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা জানান, যতক্ষণ পর্যন্ত তাদের দাবিগুলো বাস্তবায়ন করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা সড়ক থেকে সরবেন না।

আরও পড়ুন

×