ফতুল্লায় তরুণীকে ধর্ষণ চেষ্টা, ধর্ষককে গণধোলাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৯ | ০৮:৪০ | আপডেট: ০৭ অক্টোবর ২০১৯ | ০৮:৪৯
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক তরুণীকে গার্মেন্টে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে মেসে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টার সময় মিজানুর রহমান (৪০) নামে একটি গার্মেন্ট শ্রমিককে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা। রোববার রাতে ফতুল্লার বিসিকের ২নম্বর গেট এলাকায় রাতুল মঞ্জিলের মেছে এ ঘটনা ঘটে।
গ্রেফতার মিজান ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থানার দক্ষিণ হারিয়া গ্রামের হযরত আলীর ছেলে।
ফতুল্লা মডেল থানার এসআই আব্দুল করিম বলেন, মিজানুর রহমান বিসিকে কোন এক গার্মেন্টে চাকুরী করে এবং সহকর্মীদের সঙ্গে রাতুল মঞ্জিলের মেছে থাকে। রাতে এক তরুণীকে গার্মেন্টে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে মেসে ডেকে আনে। এরপর তরুণীকে ধর্ষণের চেষ্টা চালালে সে চিৎকার করে।
ওই সময় আশপাশের লোকজন এসে মিজানকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করে। ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- তরুণীকে ধর্ষণ চেষ্টা
- ফতুল্লা