ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার ১

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার ১

সিরাজদীখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২১ | ০১:৩৭

মুন্সীগঞ্জের সিরাজদীখানে এক প্রতিবন্ধী তরুণীকে (২৪) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় প্রতিবেশী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই যুবকের নাম মো. মিজানুর রহমান। তিনি উপজেলার পশ্চিম রাজদিয়া গ্রামের শেখ আজগর আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোচালক।   

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে অভিযুক্ত মো. মিজানুর রহমান প্রতিবেশী ওই তরুণীর বাড়িতে যান। সে সময় ভুক্তভোগীর বাড়িতে কেউ না থাকার সুযোগে মিজান শারীরিক প্রতিবন্ধী ওই তরুণীকে ধর্ষণ করেন। এ ঘটনায় রাতেই ধর্ষণের শিকার তরুণীর মা বাদী হয়ে মিজানুর রহমানকে আসামি করে সিরাজদীখান থানায় মামলা দায়ের করেন।

সিরাজদীখান থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামিকে আদালত পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ।


আরও পড়ুন

×