ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আইপিএল নিয়ে জুয়া খেলাকে কেন্দ্র করে যুবকের আত্মহত্যার চেষ্টা, আটক ২

আইপিএল নিয়ে জুয়া খেলাকে কেন্দ্র করে যুবকের আত্মহত্যার চেষ্টা, আটক ২

আটক দুই ব্যক্তি

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২১ | ০৬:২৭

খুলনার পাইকগাছায় আইপিএল ক্রিকেট খেলা নিয়ে জুয়াকে কেন্দ্র করে এক যুবক আত্মহত্যার চেষ্টা করার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় রোববার পুলিশ দুই যুবককে আটক করেছে। আটক শেখ আহাদ (২২) উপজেলার চাঁদখালী ইউনিয়নের চককাওয়ালী গ্রামের শেখ জুলফিকার আলীর ছেলে ও পলাশ সরদার (২৫) একই এলাকার আজাদ সরদারের ছেলে।

পাইকগাছা থানার ওসি এজাজ শফি জানান, আটক দুই যুবকসহ এলাকার কয়েকজন ব্যক্তি চলতি আইপিএল ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ৯ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত উপজেলার চাঁদখালী বজারে এক ব্যক্তির চায়ের দোকানে বেটিং জুয়া খেলা করতেন। জুয়া খেলায় পলাশ ১ লাখ ৪০ হাজার টাকা ধার নেয় আহাদের কাছ থেকে। সেই টাকা সে জুয়া খেলায় হেরে যায়। পরে আহাদ তার টাকা চাইলে পলাশ দিতে পারবে না বলে জানিয়ে দেয়। এ ছাড়া অন্যান্যদের কাছে বাকিতে জুয়া খেলে দেনা হয় আহাদ।

ধারের টাকা দিতে অস্বীকার করায় এবং জুয়া খেলে দেনা হয়ে যাওয়াতে আহাদ গত ১৩ এপ্রিল সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। পরে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিলে আহাদ বেঁচে যায়। এ ঘটনায় থানার এসআই সুজিত ঘোষ বাদী হয়ে আটক দুইজন সহ ২৫-৩০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেছে। আসামি দুই জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

×