ছাতক থেকে আ’লীগ নেতার ভাতিজিকে অপহরণ, সিলেট থেকে উদ্ধার

উদ্ধারকৃত শিশু ও আটক অপহরণকারী- সমকাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২১ | ১১:৩৬ | আপডেট: ২৬ এপ্রিল ২০২১ | ১১:৩৯
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ থেকে গাড়িসহ আওয়ামী লীগ নেতার এক ভাতিজিকে অপহরণের প্রায় পাঁচ ঘণ্টার মধ্যে সিলেট নগরী থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে নগরীর দক্ষিণ সুরমার গোটাটিকর থেকে শিশুটিকে উদ্ধার ও স্থানীয় কদমতলী থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক করা হয়েছে অপহরণকারীকে।
অপহৃত শিশু হালিমা নুসরাত ঊর্মিলা গোবিন্দগঞ্জের সুহিতপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে ও আওয়ামী লীগ নেতা, গোবিন্দগঞ্জ কলেজের প্রতিষ্ঠাতাকালীন ভিপি আওলাদ আলী রেজার ভাতিজি।
আটক যুবক রোকন আহমদ একই উপজেলার কালারুকা ইউনিয়নের গৌরিপুর গ্রামের কুটি মিয়ার ছেলে।
এ বিষয়ে ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন সমকালকে জানান, ঘটনাটি জানার পর পুলিশ অভিযানে নামে। কয়েক ঘণ্টার মধ্যে শিশুটি উদ্ধার ও অপহরককে আটক করা হয়। আটক রোকন এক সময় গাড়ি চালক ছিল এবং গাড়িটি ছিনতাইর জন্য ঘটনা ঘটিয়েছে উল্লেখ করে ওসি জানান, শিশুটিকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আওলাদ আলী রেজা তার নিজস্ব সাদা রঙের নোয়া (ঢাকা মেট্রো চ-৫৩ ১২১৫) গাড়ি দিয়ে চালককে স্থানীয় ডাচ বাংলা ব্যাংকে পাঠান। সুইট কিনতে গাড়িতে হালিমা নুসরাত ঊর্মিলা (৫) সঙ্গে যায়। চালক কমর উদ্দিন গাড়িতে ঊর্মিলাকে রেখে ব্যাংকের নীচে পার্কিং করে লেনদেন করতে যান। ব্যাংক থেকে বের হয়ে গাড়ি ও শিশু ঊর্মিলাকে না পেয়ে হতভম্ব হয়ে পড়েন তিনি। বিষয়টি তাৎক্ষনিক প্রশাসনকে অবহিত করার পর অভিযানে নামে পুলিশ। বিকেল ৪টার দিকে সিলেটের কদমতলী এলাকার স্থানীয় ফল মার্কেটের পাশে প্রথমে গাড়ির সন্ধ্যান মিলে।
দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম জানান, স্থানীয়রা কদমতলী এলাকায় গাড়িটি ধাওয়ায় করলে দুষ্কৃতিকারী ওই শিশুকে নিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে ছাতক থানা ও দক্ষিণ সুরমা থানা পুলিশ পার্শবর্তী গোটাটিকর থেকে শিশুটি উদ্ধার করে। ওই সময় রোকনকে আটক করা হয়।
- বিষয় :
- শিশু অপহরণ
- অপহরণকারী আটক
- সিলেট