ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

৫ বছরের শিশুকে হত্যা, বাবা-সৎমা ও চাচা গ্রেপ্তার

৫ বছরের শিশুকে হত্যা, বাবা-সৎমা ও চাচা গ্রেপ্তার

শিশু হানজালাকে হত্যার দায়ে গ্রেপ্তাররা -সমকাল

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২১ | ০৫:৪৫

পিরোজপুরের মঠবাড়িয়ায় হানজালা নামের ৫ বছরের এক শিশুকে হত্যার অভিযোগে বাবা নুর নবী জুয়েল (৩৫) সৎমা শাহানা বেগম (৩০) ও চাচা বেল্লালকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ ঘটনায় শনিবার সকালে নিহত হানজালার নানী হাসি বেগম মঠবাড়িয়া থানায় হত্যামামলা দায়ের করেন। পরে থানা পুলিশ আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃত জুয়েল ও বেল্লাল পৌর শহরের ৩নং ওয়ার্ডের স্লুইজগেট এলাকার ইউসুব মোল্লার ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ওই শিশিুটির মা-বাবার বিচ্ছেদ হবার পরে নানীর কাছে থাকতো। গত ১৪ এপ্রিল তাকে বেড়াতে নিয়ে যায় সৎ মা শাহানা বেগম। পরে শিশুটিকে অমানুষিক নির্যাতন করা হয়। আহত শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল পাঠান। শিশুটির বাবা ও সৎ মা বরিশাল না নিয়ে গোপনে হাসপাতাল সড়কের মা ও শিশু ক্লিনিকে ভর্তি করেন। ক্লিনিকেও শিশুটির অবস্থার অবনতি ঘটলে পরে সেখান থেকে ১৫ এপ্রিল সকালে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। এদিকে অ্যাম্বুলেন্সে করে শিশুটির লাশ গভীর রাতে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে ফে‌লে রেখে বাবা ও সৎ মা পা‌লি‌য়ে যায়।

মঠবাড়িযা থানার ওসি মাসুদুজ্জামান বলেন, শিশুটির বাবা, সৎ মা ও চাচাকে শনিবার সকালেই গ্রেপ্তার করা করা হয়েছে।

আরও পড়ুন

×