প্রাণনাশের আশঙ্কায় আহমদ শফী হত্যা মামলার বাদী, থানায় জিডি

মোহাম্মদ মাঈনুদ্দিন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০২ মে ২০২১ | ০৮:৪০ | আপডেট: ০২ মে ২০২১ | ০৯:৫৭
প্রাণনাশের আশঙ্কায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হেফাজত ইসলামের সাবেক আমির আহমদ শফী হত্যা মামলার বাদী মোহাম্মদ মাঈনুদ্দিন। রোববার বিকেলে নগরের পাঁচলাইশ থানায় এ জিডি করেন তিনি।
মোহাম্মদ মাঈনুদ্দিন সম্পর্কে আহমদ শফীর শ্যালক। এ প্রসঙ্গে পাঁচলাইশ থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই আফরোজ আক্তার বলেন, ‘জীবনের নিরাপত্তা চেয়ে জিডি হয়েছে। জিডি নম্বর-৮১। তাকে বিধি অনুযায়ী নিরাপত্তা দেওয়া হবে।’
জিডির বিষয়ে মোহাম্মদ মাঈনুদ্দিন সমকালকে বলেন, ‘আমি পরিবার নিয়ে পাঁচলাইশ থানা এলাকায় থাকি। পিবিআই হত্যা মামলাটির প্রতিবেদন দেওয়ার পর থেকে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি আমার বাসার আশপাশ এলাকায় অপরিচিত লোকজনের আনাগোনা বেড়েছে। তারা আমাকে অনুসরণ করছে বলে মনে হচ্ছে। তাই আমার ও আমার পরিবারের নিরাপত্তা চেয়ে জিডি করেছি।’
প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে ঢাকার আজগর আলী হাসপাতালে ইন্তেকাল করেন শাহ আহমদ শফী। এরপর গত ১৭ ডিসেম্বর চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দে’র আদালতে মানসিক নির্যাতন করে আহমদ শফীকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন আহমদ শফীর শ্যালক মোহাম্মদ মাঈনুদ্দিন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে দায়িত্ব দেন। গত ১২ এপ্রিল হেফাজতের বর্তমান আমীর জুনায়েদ বাবুনগরীসহ ৪৩ জন আসামিকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পিবিআই। এতে মানসিক নির্যাতন করে হেফাজতের সাবেক আমির আহমদ শফীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়।