প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে উস্কানিমূলক বক্তব্য, গ্রেপ্তার ইউপি সদস্য

প্রতীকী ছবি
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ০২ মে ২০২১ | ১১:০৮
ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় এক সাংসদকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে সদর উপজেলার চাপুইর গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ইউপি সদস্য হচ্ছেন- সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সদস্য শরীফ ভূঁইয়া (৩৬)। শরীফ ভূঁইয়া ওই গ্রামের রুস্তম ভূঁইয়ার ছেলে।
ইউপি সদস্যকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন।