ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

'ভুল অস্ত্রোপচারে' প্রসূতির মৃত্যুর একমাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

'ভুল অস্ত্রোপচারে' প্রসূতির মৃত্যুর একমাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

শারমিন আক্তার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২১ | ০৩:১৬

কুমিল্লার দেবিদ্বারে চিকিৎসকের ‘ভুল অস্ত্রোপচারে' মৃত শারমিন আক্তার (২৫) নামের সেই প্রসূতির মরদেহ ময়নাতদন্তের জন্য একমাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার সকালে জেলার মুরাদনগরের মুগসাইর গ্রাম থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মো. সাইফুল ইসলাম কমলের উপস্থিতিতে পুলিশ কবর থেকে মরদেহ উত্তোলন করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও দেবিদ্বার থানার এস.আই মো.ইকতার মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। গত ১৩ এপ্রিল রাত দেড়টার দিকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।   

দেবিদ্বার থানার এসআই ইকতার হোসেন জানান, ওই গৃহবধূর মৃত্যুর পর তার পরিবার থানায় অভিযোগ দাখিল করে মরদেহ থানায় হস্তান্তর না করেই তড়িঘড়ি তার স্বামীর বাড়িতে মরদেহ দাফন করে ফেলে। মামলার তদন্তের স্বার্থে পরে আদালত মরদেহ উত্তোলনের আদেশ দিলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বুধবার সকাল সাড়ে ৯ টায় মরদেহ উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে। মরদেহ উত্তোলনের সময় মামলার বাদী ও শারমিনের বাবা মোবারক হোসেন এবং তার স্বামী রাসেল মিয়া উপস্থিত ছিলেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মামলার তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই ওই প্রসূতির মৃত্যুর কারণ জানা যাবে।  


আরও পড়ুন

×