কাদের মির্জার অনুসারীদের গুলি থেকে বাঁচতে গিয়ে আহত ৫

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২১ | ০৯:৩৩ | আপডেট: ১৩ মে ২০২১ | ০৯:৩৮
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অনুসারী মিজানুর রহমান বাদলের লোকজনকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীদের বিরুদ্ধে। এ সময় পালাতে গিয়ে পাঁচজন আহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়ার তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে গুলির ব্যবহৃত একটি কার্তুজ উদ্ধার করেছে।
আহত ব্যক্তিরা হলেন- পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নুর মোহাম্মদ রাজীব (৩০), আরিফুর রহমান রাহীম (২৮), পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের করিম উদ্দিন শাকিল (২৩), কোরবান আলী রাকীব (২৪) ও রাজীব আহমেদ রিয়াদ (২৪)। তারা সবাই কাদের মির্জার প্রতিপক্ষ মিজানুর রহমান বাদলের অনুসারী হিসেবে পরিচিত।
মিজানুর রহমান বাদলের অনুসারী শাকিল অভিযোগ করেন, বিকেল সাড়ে ৪টার দিকে তারা ১০-১২ জন মিলে করালিয়ার তিন রাস্তার মোড়ের পাশে বসে কথা বলছিলেন। এ সময় কাদের মির্জার অনুসারী রাসেল ও মাসুদের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল এসে তাদের লক্ষ্য করে তিনটি গুলি ছোড়ে ও ইটপাটকেল নিক্ষেপ করেন। তবে কারও গায়ে গুলি লাগেনি। গুলির শব্দ শুনে পালাতে গিয়ে তাদের পক্ষের পাঁচজন আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও পারা যায়নি।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে গুলির ব্যবহৃত একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে হামলাকারীদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
- বিষয় :
- কাদের মির্জা
- কোম্পানিগঞ্জ