ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

আশ্রয়ণ প্রকল্পের কাজ শেষ না হতেই ভেঙে পড়ল ৪ ঘর

আশ্রয়ণ প্রকল্পের কাজ শেষ না হতেই ভেঙে পড়ল ৪ ঘর

কুড়িগ্রামের রৌমারীতে মুজিববর্ষের উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজ শেষ না হতেই ভেঙে পড়েছে ঘর। ছবি: সমকাল

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২১ | ০৬:১০

কুড়িগ্রামের রৌমারীতে মুজিববর্ষের উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজ শেষ না হতেই ভেঙে পড়েছে ৪টি ঘর। রোববার ভোরে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে বলে দাবি স্থানীয়দের।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে “ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন প্রকল্প (আশ্রয়ণ প্রকল্প-২) এর আওতায় দাঁতভাঙ্গা ইউনিয়নে ৩৫টি পরিবারকে এ সুবিধার আওতায় আনা হয়েছে। ১ম ধাপে ৯টি ঘর দেওয়া হয়েছে। প্রতিটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। ২য় ধাপে ২৬টি ঘর দেওয়া হয়েছে। প্রতিটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১লাখ ৯০ হাজার টাকা। ইতিমধ্যে ৯টি গৃহ নির্মাণ শেষে সুবিধাভোগীদের মাঝে চাবি হস্তান্তর করা হয়। বাকিগুলোর কাজ চলমান রয়েছে। উপজেলা প্রশাসন এ নির্মাণকাজের তত্ত্বাবধান করছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নিচু জায়গায় ও বালু মাটিতে ঘরগুলো নির্মাণ করা হয়েছে। ঘরের ফাউন্ডেশন না থাকায় নিচের মাটি ধসে ৪টি ঘর ভেঙে পড়েছে। বালু ভরাটের সাথে সাথে কাজ করায় এমনটি হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

সুবিধাভোগী শাহাজামাল ও তার স্ত্রী ফুলো রানী জানান, জমি নিচু ও বালু মাটি হওয়ায় সামান্য বৃষ্টিতেই ঘরের নিচের মাটি ধসে যায় ফলে ৪টি ঘর ভেঙে গেছে। এভাবে ঘর ভেঙে পড়লে আমরা যাবো কই?

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, ক্ষতিগ্রস্ত ঘরগুলো মেরামত করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে। মুলত মাটির কারণে এমন হয়েছে।






আরও পড়ুন

×