টঙ্গীতে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২১ | ০১:৪৭ | আপডেট: ০১ জুন ২০২১ | ০২:০৬
গাজীপুরের টঙ্গীতে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে হাজী মাজার বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। র্যাবের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী ছিলেন।
র্যাব-১ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার জানান, টঙ্গীর মাজার বস্তি এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছুড়লে অজ্ঞাত ওই ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয় বলেও জানান এই কর্মকর্তা।