জমি নিয়ে বিরোধে শতাধিক কলাগাছ কাটার অভিযোগ

আমতলী উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামে জমি দখলে নিতে শতাধিক কলাগাছ কেটে ফেলা হয়। ছবি: সমকাল
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ০২ জুন ২০২১ | ০৯:০৫ | আপডেট: ০২ জুন ২০২১ | ০৯:১৫
বরগুনার আমতলী উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামে জমি দখলে নিতে শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত বাগান মালিক বাচ্চু মৃধা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামের বাচ্চু মৃধা তার ১০ শতাংশ পৈতৃক সম্পত্তি ৪০ বছর ধরে ভোগদখল করে আসছেন। ওই জমিতে তিনি ২০১০ সালে কলাগাছের বাগান করেন এবং বাগানের শতাধিক কলাগাছে ফলনও ধরে। একই বংশের সোহাগ মৃধা, তসলিম মৃধা, সান্টু মৃধা ও রিন্টু মৃধা ওই কলাবাগানের জমি তাদের পৈতৃক সম্পত্তি দাবি করে তা দখলে নিতে মঙ্গলবার সন্ধ্যায় শতাধিক কলাগাছ কেটে ফেলে।
কলাবাগানের মালিক বাচ্চু মৃধা বলেন, বাবার পৈতৃক সম্পত্তি দীর্ঘ ৪০ বছর ধরে ভোগদখল করে আসছি। ওই জমিতে ১১ বছর ধরে কলার চাষ করছি। সোহাগ মৃধার নেতৃত্বে সান্টু মৃধা, রিন্টু মৃধা, তসলিম মৃধাসহ ৮-১০ জন ওই বাগানের সব কলাগাছ কেটে ফেলেছে।
সোহাগ মৃধা বাগানের কলাগাছ কাটার কথা অস্বীকার করে বলেন, আমার দাদা মহব্বত মৃধার সম্পত্তি বাচ্চু মৃধা জোর করে ভোগদখল করে আসছে। দীর্ঘদিন ধরে জমি বুঝিয়ে দিচ্ছে না। তাই জমির দখল নিয়েছি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- কলাগাছ
- আমতলী
- কলাগাছ কেটে ফেলার অভিযো