ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মাটি কাটার সময় মিলল ৩৭৯ রাউন্ড গুলি

মাটি কাটার সময় মিলল ৩৭৯ রাউন্ড গুলি

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২১ | ০২:৪৭

নাটোরে মাটি কাটার সময় ৩৭৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম থেকে এসব গুলি উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারনা, গুলিগুলো মুক্তিযদ্ধের সময়কার। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে স্থানীয় এক কৃষক তার জমিতে পানি সেচের জন্য মাটি কাটছিলেন। এসময় মাটির নিচে থেকে গুলিগুলো বেরিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া গুলিগুলো থ্রি নট থ্রি রাইফেলের । বহুদিনের পুরাতন হওয়ায় এগুলো জং ধরে নষ্ট হয়ে গেছে।



আরও পড়ুন

×