ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বাগাতিপাড়ায় ট্রাক উল্টে শ্রমিক নিহত

বাগাতিপাড়ায় ট্রাক উল্টে শ্রমিক নিহত

দুর্ঘটনাকবলিত ট্রাক

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২১ | ০৫:১৫

নাটোরের বাগাতিপাড়ায় বালি ভর্তি ট্রাক উল্টে মো. বিদুৎ (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। উপজেলার মালঞ্চী- দয়ারামপুর সড়কের জয়ন্তীপুর এলাকায় মঙ্গলবার ভোর রাতে এ দুর্ঘটনায় রাস্তা সংলগ্ন ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা বিমলা (৭৫) নামে এক বৃদ্ধা আহত হন।

নিহত বিদ্যুত বাঘা পৌর এলাকার কৃষক মাসুদ রানার ছেলে।

পুলিশ জানায়, ভোর রাতে বাঘা উপজেলার আলাইপুর ঘাট থেকে ট্রাক ভর্তি করে বালি নিয়ে বাগাতিপাড়া হয়ে লালপুরের ওয়ালিয়া যাওয়ার পথে জয়ন্তীপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এ সময় ট্রাকের শ্রমিক বিদুৎ বালির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা বালি সরিয়ে বিদ্যুতের লাশ উদ্ধার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ নিয়ে থানায় যায়।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×