বিধিনিষেধের মধ্যেই আনসার-ভিডিপি সমাবেশ

আনসার-ভিডিপি সমাবেশে বক্তব্য রাখেন আনসার ও ভিডিপি কমান্ডেন্ট মো. আশিকুজ্জামান- সমকাল
শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুন ২০২১ | ০৭:৫৩
ঝিনাইদহের সব উপজেলায় করোনা নিয়ন্ত্রণে যখন জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে, ঠিক সেই সময়ে শৈলকূপায় অনুষ্ঠিত হলো শতাধিক আনসার ও ভিডিপি সদস্যের উপস্থিতিতে সমাবেশ ও মতবিনিময় সভা।
শনিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভায় ইউএনও কানিজ ফাতেমা লিজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আনসার ও ভিডিপি কমান্ডেন্ট মো. আশিকুজ্জামান।
সমাবেশের ব্যাপারে জেলা প্রশাসক মজিবর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, সমাবেশটা না করলেই ভালো হতো।
সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধের পরও এ সমাবেশ নিয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আসিফ ইকবাল জানান, এটা ছিল পূর্বপরিকল্পিত। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি এ সমাবেশ করেছেন। ৩০ তারিখের মধ্যে এ সমাবেশ শেষ করার কথা। তাই কঠোর স্বাস্থ্যবিধি মেনে সমাবেশ করা হয়। এ থেকে কোনো সংক্রমণ হবে না বলে তার আশা।
ইউএনও কানিজ ফাতেমা লিজা বলেন, এটা সরকারি অনুষ্ঠান, সমাবেশ নয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, করোনা সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধের মধ্যে লোকসমাগম করে মতবিনিময় সভা করা ঠিক হয়নি।
সভার প্রধান অতিথি ঝিনাইদহ জেলা আনসার ও ভিডিপি কমান্ডেন্ট আশিকুজ্জামানের সঙ্গে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কল রিসিভ করেননি।
সর্বশেষ নমুনা পরীক্ষা অনুযায়ী শৈলকূপায় করোনা শনাক্তের হার ৭২ দশমিক ৪২ শতাংশ।
- বিষয় :
- বিধিনিষেধ
- আনসার-ভিডিপি
- সামবেশ
- শৈলকূপা