রাসিকের হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

শনিবার দুপুরে নগর ভবনের সিটি হলরুমে বাজেট সভা হয়- সমকাল
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৬ জুন ২০২১ | ১০:৩৫
আয় ও ব্যয় সমপরিমাণ ধরে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ২০২১-২২ অর্থবছরের ১ হাজার ৮০ কোটি ২২ লাখ ৮৯ হাজার ৫৩৬ টাকা ১৬ পয়সার প্রস্তাবিত বাজেট অনুমোদিত হয়েছে।
শনিবার দুপুরে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত জরুরি সাধারণ সভায় (বাজেট সভা) এ বাজেট অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সভায় ২০২০-২১ অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদিত হয়। ওই অর্থবছরে বাজেটের লক্ষ্যমাত্রা ছিল ৯৯৬ কোটি ৭৯ লাখ ৩ হাজার ৩২৯ টাকা ৯২ পয়সা। সংশোধিত বাজেটে এর আকার দাঁড়িয়েছে ৫৬১ কোটি ২৩ লাখ ২৫ হাজার ৩৭ টাকা ৯৬ পয়সা।
সভায় রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীকে আধুনিক, উন্নত, বাসযোগ্য, পরিচ্ছন্ন ও মডেল মহানগরী হিসেবে গড়ে তুলতে কাজ শুরু করছি। করোনার এই দুঃসময়ে আমরা সর্বদা মানুষের পাশে আছি। ২০০টি অপিজেন সিলিন্ডার দিয়ে বিনামূল্যে অপিজেন সেবা দেওয়া হচ্ছে। প্রয়োজনে খাদ্য ও ওষুধ দেওয়া হচ্ছে। রামেক হাসপাতালকে ২টি অত্যাধুনিক ভেন্টিলেটর উইথ হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দেওয়া হয়েছে। ১২টি কেন্দ্রে ফ্রি র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। রাজশাহী সদর হাসপাতাল চালুর প্রচেষ্টা চলছে। স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসাধারণকে উদ্বুদ্ধকরণ ও সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম চলছে।
সভায় উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মশিউর রহমান প্রমুখ।