পাটুরিয়া-আরিচা-শিমুলিয়া ফেরি ঘাটে যাত্রীর চাপ নেই

যাত্রী ও যানবাহনের চাপ না থাকায় পাটুরিয়া ফেরি ঘাট ফাঁকা
শিবালয়(মানিকগঞ্জ)প্রতিনিধি এবং লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: ০১ জুলাই ২০২১ | ০২:২৬
মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ফেরি ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ নেই। ঘাট এলাকাগুলো অনেকটাই ফাঁকা । বৃহস্পতিবার সকাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে যানবাহন ও যাত্রী না থাকায় ফেরিগুলো অলস সময় পার করছে।
এদিকে কঠোর লকডাউনের প্রথম দিনেপাটুরিয়া ঘাট এলাকায় পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী টহল দিতে দেখা গেছে। সাধারণ মানুষকে ঘর থেকে বের হতে দেখা যায়রি। ঢাকা-আরিচা মহাসড়কও ফাঁকা ছিল। কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি।
আরিচা অফিসের ডিজিএম জিল্লুর রহমান জানান, কঠোর ভাবে লকডাউন চলায় কোন যানবাহন ও যাত্রী ফেরিতে পারাপার হচ্ছে না। ফেরিগুলো অলস সময় পার করছে।
ওসি ফিরোজ কবির জানান, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার সর্বাত্মক কঠোরভাবে লকডাউন পালনের সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণে জরুরি প্রয়োজন ছাড়া কোন যাত্রী ও যানবাহন পারাপার বন্ধ রাখার জন্য পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী ঘাট এলাকায় টহল দিচ্ছে।
এদিকে, বৃহস্পতিবার সকাল থেকেই মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে কঠোর লকডাউন চলতে দেখা গেছে। মাওয়া চৌরাস্তা থেকে শিমুলিয়া ভাঙা মোড় হয়ে ঘাট পর্যন্ত কোনা যাত্রীবাহী যানবাহন চলাচল করতে দেওয়া হয়নি। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির সদস্যদের প্রধান সড়কে টহল দিতে দেখা গেছে।
সকাল আটটায় শিমুলিয়া ঘাটে গিয়ে দেখা যায়, ফেরিতে শুধু পণ্যবাহী ও জরুরি পরিষেবার যানবাহনগুলো চলাচল করতে পারছে। তবে দুই- একটি ভিআইপি প্রাইভেট গাড়িও স্থান পাচ্ছে ফেরিতে। এছাড়া এদিন ঘাটে আটকা পড়া পণ্যবাহী যানবাহনগুলোও পার হতে দেখা গেছে। এদিন ব্যস্ততম ঘাটটিতে বাস শ্রমিক ও হকারদের চিরচেনা হাঁকডাক দেখা যায়নি।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) শাফায়াত আহমেদ জানান, আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ির কারণে ঢাকা থেকে কোনো যাত্রীই ঘাটে পৌঁছতে পারছেন না। যাত্রীদের চাপের জন্য ঘাটে জমে থাকা পণ্যবাহী পরিবহনগুলো ভোর থেকেই নির্বিঘ্নে পদ্মা পাড়ি দিচ্ছে।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসাইন বলেন, পণ্যবাহী ও জরুরি পরিষেবার যান ছাড়া কাউকে শিমুলিয়া ঘাটে যেতে দেওয়া হচ্ছে না। এ সময় সেনাবাহিনী ও বিজিবির গাড়ি নিয়ে সড়কে টহল দিতে দেখা যায়।