ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নেতাই নদীতে লাকড়ি ধরতে গিয়ে তরুণের মৃত্যু

নেতাই নদীতে লাকড়ি ধরতে গিয়ে তরুণের মৃত্যু

নিহত আবদুল হেকিম। ছবি: সমকাল

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২১ | ০৮:২৯

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার নেতাই নদীতে লাকড়ি ধরতে গিয়ে আবদুল হেকিম (১৬) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে ওই তরুণ নিখোঁজ হলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতে তার লাশ উদ্ধার করে।

বৈরী আবহাওয়ায় গাছ উপড়ে ও ডালপালা ভেঙে পাহাড়ি নদীতে পড়ার পর ঢলের সঙ্গে তা ভাটির দিকে যাওয়ার সময় লোকজন তা সংগ্রহ করে। স্থানীয়রা একে লাকড়ি ধরা বলে।

আবদুল হাকিম উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের জিগাতলা গ্রামের মৃত আসাদুজ্জামানের ছেলে। সে ঢাকার একটি মাদ্রাসায় পড়ালেখা করত। করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সে বাড়িতে ছিল। দু'দিন ধরে পাহাড়ি ঢল শুরু হওয়ায় সে বুধবার বিকেলে নেতাই নদীতে লাকড়ি ধরতে নামে। কিন্তু পানির স্রোতে নিখোঁজ হয়। স্থানীয়রা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেননি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা রাত সাড়ে ৯টার দিকে হেকিমের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

ধোবাউড়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আরিফুল হক বলেন, তারা দীর্ঘক্ষণ চেষ্টা করেও নিখোঁজ তরুণের সন্ধান না পেলে কিশোরগঞ্জের ডুবুরি দল আসে। নিখোঁজ হওয়ার স্থান থেকে বেশ কিছু দূর থেকে তারা লাশটি উদ্ধার করে।

আরও পড়ুন

×