কঠোর লকডাউনের প্রথম দিনে সিলেটে ১৭২ মামলা

সিলেটে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি-ইউসুফ আলী
সিলেট ব্যুরো
প্রকাশ: ০১ জুলাই ২০২১ | ০৯:১৭ | আপডেট: ০১ জুলাই ২০২১ | ০৯:৩৭
সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে সিলেটে ১৭২টি মামলা দায়ের করেছে ভ্রাম্যমাণ আদালত। সিলেটের নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মা লাবিবা সমকালকে জানান, যারা সরকারি বিধিনিষেধ ভেঙ্গে বাড়ির বাইরে বের হয়েছেন, তাদের জরিমানা গুণতে হয়েছে।
৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরী ও জেলার ১৩ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ লাখ ৬০০ টাকা জরিমানা আদায় করেছেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে বৃহস্পতিবার ভোর থেকে সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে মহানগর পুলিশ। র্যাব -পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি নিয়মিত টহল দিচ্ছে।
এদিকে মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের সমকালকে জানান, লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন স্থানে ২৫ জনকে ১১ হাজার টাকা জরিমানা করে।
তিনি জানান, প্রথমদিন ৪৮ টি মামলা ও ১০৪ টি যানবাহন আটক করা হয়। এসব যানবাহনের মধ্যে ১৮টি সিএনজি অটোরিকশা, ৫৯টি মোটরসাইকেল, ৩টি প্রাইভেটকার এবং ২৪টি অন্যান্য গাড়ি রয়েছে।
- বিষয় :
- সর্বাত্মক লকডাউন
- সিলেট
- করোনাভাইরাস
- কঠোর লকডাউন