কিশোরগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

কিশোরগঞ্জ জেলা কারাগার। ছবি: সমকাল
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ০২ জুলাই ২০২১ | ০৭:০৪ | আপডেট: ০২ জুলাই ২০২১ | ০৭:১৫
কিশোরগঞ্জ জেলা কারাগারে আবু সাঈদ (২৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় শুক্রবার সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবু সাঈদ দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের মারুপাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে। গত বুধবার র্যাবের হাতে মাদকসহ আটক হয়ে কারাগারে ছিলেন তিনি।
জেল সুপার মো. বজলুর রশীদ জানান, গত বুধবার চিকিৎসা প্রদানের নির্দেশনা দিয়ে আদালত থেকে আবু সাঈদকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে জেলা কারাগারের হাসপাতালে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার ভোরের দিকে অবস্থার অবনতি ঘটলে কারা হাসপাতাল থেকে দ্রুত তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর দুপুরের দিকে তাকে ছুটি দেয়া হয়। শুক্রবার সকালে আবার তার শারীরিক অবস্থার অবনতি ঘঠে। এরপর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাজতি আবু সাঈদের মৃত্যুর বিষয়টি পরিবারকে জানানো হয়েছে।
কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপপরিচালক ডা. মো. হেলাল উদ্দিন জানান, হাজতি আবু সাঈদের মৃত্যুর ঘটনায় ডা. আ স ম মাহবুবুল আলমকে প্রধান করে তিন সদস্যের ময়নাতদন্ত বোর্ড গঠন করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামকে বিষয়টি তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- হাজতির মৃত্যু