ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: দোষীদের শাস্তির দাবি প্রগতিশীল ছাত্র জোটের

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: দোষীদের শাস্তির দাবি প্রগতিশীল ছাত্র জোটের

ছবি: সমকাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২১ | ০৮:৪৫ | আপডেট: ১০ জুলাই ২০২১ | ১০:২৬

গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রুপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক শ্রমিক মৃত্যুর ঘটনায় দোষীদের বিচার এবং শ্রমিকদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে জোট নেতৃবৃন্দ এসব দাবি জানান।

জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দপ্তর সম্পাদক সালমান সিদ্দিকীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন প্রিন্স এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক খায়রুল আলম জাহিন।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, এ ঘটনা নতুন নয়। এ ধরণের মর্মান্তিক ঘটনা আমরা প্রতিনিয়তই দেখছি। এসব ঘটনার ভয়াবহতাকে আড়াল করার জন্য সরকার, প্রশাসন ও বুর্জোয়া মিডিয়া এগুলোকে নিছক দূর্ঘটনা বলে চালিয়ে দেয়। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, আপাতদৃষ্টিতে একে দুর্ঘটনা মনে হলেও এর পেছনের কারণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মুনাফালিপ্সু চরিত্র ও চরম অব্যবস্থাপনা।

তারা বলেন, আগুন লাগার সময় চতুর্থ তলা তালাবদ্ধ ছিলো। তাই অনেক শ্রমিক বের হতে পারেনি। অন্যদিকে আগুন লাগার পরও কর্তৃপক্ষ কলাপসিবল গেটের তালা খোলেনি। তালাবদ্ধ না থাকলে এতগুলো জীবন ঝরে যেত না। এভাবেই মুনাফালোভী প্রতিষ্ঠান অর্থের লোভে এতগুলো মানুষের জীবনকে ভয়াবহ বিপদের মধ্যে ফেলে। এসময় তারা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং মালিককে অবিলম্বে গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানান।

আরও পড়ুন

×