শিমুলিয়া ঘাটে দিনভর যাত্রী ও যানবাহনের ভিড়

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২১ | ০৭:০২
লকডাউন উপেক্ষা করে ১৪ দিনের কঠোর লকডাউনের চতুর্থ দিনে স্বাস্থ্যবিধি না মেনেই মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে দিনভর দেখা দিয়েছে যাত্রী ও যানবাহনের ভিড়। সোমবার ভোর সকাল থেকে গাদাগাদি করে ফেরিগুলোতে যাত্রী ও যানবাহন পারাপার হতে দেখা গেছে।
লকডাউনের গত ৩ দিনের দিনের তুলনায় সোমবার যাত্রী ও যানবাহনের চাপ অনেকটাই বেড়েছে ঘাট এলাকায়। ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করায় বাংলাবাজার থেকে শিমুলিয়া ঘাট হয়ে ঢাকামুখী যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো। এ সময় ঘাট এলাকায় ঢাকামুখী প্রাইভেটকারসহ যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। অপরদিকে শিমুলিয়া ঘাট এলাকায় বিকেলে পদ্মা পারাপারের অপেক্ষায় ছিল প্রায় শতাধিক ব্যক্তিগত ও পণ্যবাহী যানবাহন।
এ দিকে গণপরিবহন বন্ধ থাকায় পায়ে হেঁটেই নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছেন শত শত মানুষ। পরিবহন সঙ্কটের কবলে ঢাকামুখী যাত্রীদের পোহাতে হয়েছে বাড়তি ভোগান্তি। একই সঙ্গে ভায়া যানবাহনের মাধ্যমে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়ায় অতিরিক্ত ভাড়াও গুনতে হয়েছে যাত্রীদের।
সোমবার শিমুলিয়া ঘাট হয়ে রাজধানী ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে যেতে দেখা গেছে অনেককে। অপরদিকে ঢাকার বেসরকারি কিছু কর্মস্থল খোলার কারণে অনেকে ফিরছেন ঢাকায়। তবে লকডাউনে বাস্তবায়নসহ মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে ঘাট এলাকায় ছিল পুলিশ ও বিজিবির বাড়তি নজরদারি।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ ফয়সাল আহমেদ বলেন, নৌরুটে বর্তমানে ৬টি ফেরি দিয়ে সীমিত পরিসরে চলছে যাত্রী ও যানবাহন পারাপার। তবে সোমবার সকাল থেকে শিমুলিয়া ঘাট এলাকায় বাড়ি ফেরা ও ঢাকামুখী উভয়মুখী যাত্রীদের ছিল বাড়তি চাপ।
- বিষয় :
- লকডাউন
- মুন্সীগঞ্জ
- শিমুলিয়া ঘাট