৪ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে তাড়াশে বৃদ্ধ গ্রেপ্তার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২১ | ০৭:০০
সিরাজগঞ্জের তাড়াশে মাত্র চার বছরের শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. হোসেন আলী (৬৩) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাড়াশ থানার এস আই মো. আব্দুর মতিন অভিযান চালিয়ে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বড় মাঝদক্ষিনা গ্রাম থেকে অভিযুক্ত হোসেন আলীকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারের বিষয়টি তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক সমকালকে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এ ঘটনায় তাড়াশ থানায় একটি মামলা হয়েছে।
মামলা ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বড় মাঝদক্ষিনা গ্রামের গ্রামের মৃত. ইজ্জত আলী শেখের ছেলে মো. হোসেন আলী শিশুটির মা-বাবার অনুপস্থিতিতে তার ওপর নানাভাবে যৌন নিপিড়ন চালায়। এক পর্যায়ে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করলে শিশুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এ সময় ওই বৃদ্ধ পালিয়ে যান। পরবর্তীতে শুক্রবার সকালে শিশুটির মা বাদী হয়ে হয়ে তাড়াশ থানায় ওই বৃদ্ধের বিরুদ্ধে যৌন নিপিড়ন ও ধর্ষণ চেষ্টার মামলা করেন। পরে একইদিন দুপুরে তাড়াশ থানার এসআই আব্দুল মতিন অভিযান চালিয়ে অভিযুক্ত বৃদ্ধ হোসেন আলীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক জানান, দুপুর ২টার দিকে গ্রেপ্তার হোসেন আলীকে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া মামলাটির তদন্তভার তাড়াশ থানার এসআই আব্দুস সালামকে দেওয়া হয়েছে।