টিকা নিলেন হেফাজত আমীর জুনায়েদ বাবুনগরী

গাড়িতে বসিয়েই হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরীকে করোনার টিকা দেওয়া হয়- সমকাল
হাটহাজারী(চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৮ আগস্ট ২০২১ | ০৪:৩১ | আপডেট: ০৮ আগস্ট ২০২১ | ০৬:১১
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী করোনার টিকা নিয়েছেন। রোববার দুপুরে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তিনি টিকা নেন। সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইমতিয়াজ হোসাইন।
তিনি বলেন, রোববার দুপুর ১টার দিকে হেফাজত আমির জুনায়েদ বাবুনগরী একটি প্রাইভেটকারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। পরে তাকে গাড়িতে বসিয়েই সিনোফার্মের টিকা দেওয়া হয়।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ইব্রাহিম তাকে টিকা পুশ করেন। সবকিছু ঠিক থাকলে এক মাস পর তিনি দ্বিতীয় ডোজের টিকা নেবেন।
টিকা নেওয়ার পর হেফাজত আমির জুনায়েদ বাবুনগরী বলেন, 'মহামারির এই কঠিন সঙ্কট থেকে রক্ষা পেতে যার যার অবস্থান থেকে সকল প্রকার গুনাহ ও অন্যায় কর্মকাণ্ড পরিহার করে মহান আল্লাহর সাহায্য কামনা করতে হবে। আল্লাহ তাআলার কাছে বিপদের এই সময় দোয়া করি, যেন এই সংক্রমণ থেকে আমরা সবাই দ্রুত মুক্তি পাই।’