আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি শুরু

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি শুরু হয়েছে। ছবি: সমকাল
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৮ আগস্ট ২০২১ | ০৭:৫১
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি শুরু হয়েছে।
আখাউড়া স্থল বন্দরের সহকারী কমিশনার (ট্রাফিক) মো. মোস্তাফিজুর রহমান সমকালকে জানান, রোববার দুপুরে ৩০ টি ট্রাকে প্রায় ৫০০ মেট্রিক টন গম আগরতলা স্থলবন্দর থেকে বাংলাদেশে প্রবেশ করে। এই প্রথমবার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে গম আমদানি শুরু হয়েছে।স্থলবন্দরের কর্মকর্তা, ব্যবসায়ী ও সিএন্ডএফ এজেন্ট উপস্থিত থেকে গমের ট্রাক গ্রহণ করেন।
আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মো. আক্তার হোসেন বলেন, রাজশাহীর মেসার্স বিসমিল্লাহ ফ্লাওয়ার মিল ভারত থেকে ১৩২০ মেট্রিক টন গম আমদানির চুক্তিপত্র করেছে। ভারতের কলকাতার মেসার্স ব্রিজ কিশোর প্রসাদ গমগুলো রপ্তানি করেছে।
ভারতের উত্তর প্রদেশ থেকে মালবাহী ট্রেনে করে গমগুলো ত্রিপুরার আগরতলায় পৌঁছে। রোববার দুপুর পর্যন্ত ৩০ ট্রাক গম এসেছে। বাকিগুলো পর্যায়ক্রমে আনা হবে।
সহকারী কমিশনার (ট্রাফিক) মো. মোস্তাফিজুর রহমান বলেন, এই গম আমদানি থেকে প্রায় ১ লাখ টাকা বন্দরের মাশুল আদায় হবে।
এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান খলিফা প্রমুখ।
- বিষয় :
- গম আমদানি
- আখাউড়া স্থলবন্দর
- ব্রাহ্মণবাড়িয়া