পঞ্চগড়ে চলতি সপ্তাহে শৈত্যপ্রবাহের আশঙ্কা

জেলা সদরের লাঙ্গলগাও এলাকা থেকে তোলা ছবি- সমকাল
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯ | ০৩:৫৮
পঞ্চগড়ে শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। সপ্তাহজুড়ে তাপমাত্রা নিচের দিকে নামছে। চলতি সপ্তাহে জেলায় মৃদু অথবা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
বৃহস্পতিবার সকালে তেঁতুলিয়া আবহাওয়া অফিস ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে।
আবহাওয়া অফিস জানায়, চলতি সপ্তাহে জেলায় মৃদু অথবা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। মঙ্গলবার ও বুধবার জেলার কোথাও সূর্যের মুখ দেখা না গেলেও বৃহস্পতিবার দুপুরের আগে জেলার সর্বত্র ঝলমলে রোদ্রের কারণে শীতের প্রকোপ কিছুটা কম অনুভূত হচ্ছে।
অবস্থানগত কারণে উত্তরের শুরুর জেলা পঞ্চগড় শীতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এখানে নির্দিষ্ট সময়ের কিছুটা আগে থেকে শীত শুরু হয় এবং দীর্ঘ সময় ধরে স্থায়ী হয়। এবারও শীতের প্রকোপ আগে ভাগে শুরু হলেও কয়েকদিন ধরে তাপমাত্রা কমতে শুরু করেছে।
কনকনে শীতে দুর্ভোগ বেড়েছে ছিন্নমুল আর খেটে খাওয়া মানুষদের। নিম্ন আয়ের মানুষদের খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। শীতের কারণে হাসপাতালের বহিঃবিভাগে শীতজনিত রোগীর সংখ্যা বেড়ে গেছে।
জেলা সদরের ডুডুমারি ডাংগাপাড়া এলাকার আফজাল হোসেন বলেন, বিশেষ করে সন্ধার পর থেকে অসহনীয় শীত অনুভূত হচ্ছে। কাঁথা কম্বল দিয়েও কাজ হচ্ছে না। তবে দিনে তেমন ঠান্ডা নেই। এজন্য এখনও শীতের তীব্রতা সহনীয় মাত্রায় রয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রহিদুল ইসলাম বলেন, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চলতি সপ্তাহে মৃদু অথবা মাঝারি ধরনের শৈতপ্রবাহ বয়ে যেতে পারে।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, সরকারিভাবে বিভিন্ন উপজেলায় এ পর্যন্ত ৩০ হাজার কম্বলসহ অন্যান্য শীতবস্ত্র দেওয়া হয়েছে। আরও শীতবস্ত্রের চাহিদা দেওয়া হয়েছে।
- বিষয় :
- শীতের প্রকোপ
- শৈত্যপ্রবাহ