ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

হিলি পৌরসভায় টিকা না নিলে বেতন বন্ধ

হিলি পৌরসভায় টিকা না নিলে বেতন বন্ধ

হিলি (দিনাজপুর) সংবাদদাতা

প্রকাশ: ১০ আগস্ট ২০২১ | ০৮:৫৭ | আপডেট: ১০ আগস্ট ২০২১ | ০৯:০২

দিনাজপুরের হাকিমপুর পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা টিকা না নেওয়ায় বেতন বন্ধের ঘোষণা দিলেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত। এমনকি যারা সেবা নিতে আসবেন, তাদেরও টিকার সনদ দেখাতে হবে। এ লক্ষ্যে পৌর কার্যালয়ে নো ভ্যাকসিন সার্টিফিকেট, নো সার্ভিস সিস্টেম চালু করা হয়েছে। 

মঙ্গলবার সকালে পৌর মেয়র এ ঘোষণা দেন।

পৌরসভা কর্মকর্তা-কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইফুল ইসলাম জানান, স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ৩৩ জন পৌর কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ টিকা গ্রহণ সম্পন্ন না হওয়া পর্যন্ত বেতন বন্ধের বিষয়টি মেয়র আমাদের জানিয়েছেন। টিকা না নেওয়া পর্যন্ত তাদের বেতন বন্ধ থাকবে।

পৌর মেয়র জামিল হোসেন চলন্ত জানান, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যারা এখনও টিকা গ্রহণ করেননি, তাদের  মঙ্গলবার থেকে বেতন সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই কার্যক্রম চলবে। গণটিকা দেওয়ার পরও যদি পৌর সেবাপ্রার্থীরা টিকা কার্ড প্রদর্শন ছাড়াই সেবা নিতে আসেন, তাহলে তাদেরও সেবা দেওয়া বন্ধ রাখা হবে। এজন্য আমরা এখন থেকে করোনার নো সার্টিফিকেট, নো সার্ভিস নামে সেবাটি চালু করেছি।

আরও পড়ুন

×