ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আশুলিয়ায় নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আশুলিয়ায় নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ১১ আগস্ট ২০২১ | ১২:৩৩


সাভারের আশুলিয়ায় এক নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় আশুলিয়ার পল্লী বিদ্যুৎ ডেন্ডাবর এলাকার ফজর আলী বয়াতির বাড়ির একটি কক্ষের দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, কুষ্টিয়া জেলার কুমারখালী থানার মনোহরপুর গ্রামের হাতেম আলীর ছেলে মো. টুটুল (২৭) ও তার সদ্যবিবাহিত স্ত্রী একই জেলার ইসলামী ইউনিভার্সিটি এলাকার বড় রাধানগড় গ্রামের বাদল আলীর মেয়ে মারিয়া খাতুন (১৫)।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাফিউল্লাহ জানান, বিকেলে স্থানীয়রা থানায় খবর দিলে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তিনি আরও জানান, নিহত মারিয়ার বাবা বাদল আলী গত ২২ জুন তার মেয়ের নিখোঁজের বিষয়ে জিডি করেন।

ধারণা করা হচ্ছে, টুটুল ও মারিয়া আশুলিয়ায় পালিয়ে এসে বিয়ে করেছিলেন। কিন্তু মারিয়া পরে জানতে পারেন টুটুলের আগেই স্ত্রী ও সন্তান রয়েছে। এ নিয়ে দাম্পত্য কলহের জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারেন। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

আরও পড়ুন

×