ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

শিমুলিয়া-বাংলাবাজার রুটে সন্ধ্যার পর নৌযান চলাচল বন্ধ

শিমুলিয়া-বাংলাবাজার রুটে সন্ধ্যার পর নৌযান চলাচল বন্ধ

সম্প্রতি কয়েকবার পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেয় ফেরি -ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২১ | ০৭:২১

শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিকান্দি নৌ-রুটে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে ভোর সাড়ে ছয়টা পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সোমবার বিআইডব্লিউটিএ এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে জানানো হয়, শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিকান্দি নৌপথে পানির চাপ বৃদ্ধির কারণে তীব্র স্রোত থাকছে। এ অবস্থায়, নৌ দুর্ঘটনা এড়াতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটে চলাচলকারী সব যাত্রীবাহী নৌযান ভোর সাড়ে ছয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চলাচল করতে পারবে।

কোনো যাত্রীবাহী নৌযান সন্ধ্যা সাড়ে ছয়টার পর ঘাট ত্যাগ করতে পারবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুন

×