নওগাঁয় বিএনপির ৪ নেতা কারাগারে

প্রতীকী ছবি
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২১ | ০৮:০৯
নওগাঁয় পুলিশের ওপর হামলা ও সরকারি সম্পত্তি নষ্টসহ নিরাপত্তা বিঘ্নিত করার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে গেলে বিএনপির চার নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে নওগাঁর ১ নম্বর আমলি আদালতের বিচারক তাজুল ইসলাম জামিনের আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো নেতারা হলেন- জেলা বিএনপির সদস্য ও জেলা কৃষক দলের আহ্বায়ক মোফাখারুল ইসলাম তারা, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম আহম্মেদ।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মুক্তির দাবি করেন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।
গত ৩০ মার্চ শহরের কেডির মোড় এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বাদী হয়ে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও সরকারি সম্পত্তিসহ জানমালের নিরাপত্তা বিঘ্নিত করায় সন্ত্রাসবিরোধী আইনে বিএনপির ৫৭ জন নেতাকর্মীকে আসামি করে দুটি মামলা দায়ের করেন। এ মামলায় বিএনপির ওই চার নেতা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক মো. হাফিজুর রহমান মাস্টার জানান, আওয়ামী লীগ সরকারের পোষ্য পুলিশের দায়ের করা মিথ্যা ও বানোয়াট মামলায় তাদের চার নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি তাদের নিঃশর্ত মুক্তির দাবি করেন।
- বিষয় :
- নওগাঁ
- আদালতে আত্মসমর্পণ
- মামলা
- বিএনপি