ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

দেশকে জঙ্গিরাষ্ট্র করার ষড়যন্ত্রের অংশ সিরিজ বোমা হামলা: এমপি শাওন

দেশকে জঙ্গিরাষ্ট্র করার ষড়যন্ত্রের অংশ সিরিজ বোমা হামলা: এমপি শাওন

সিরিজ বোমা হামলার অবশিষ্ট বিচারিক কার্যক্রম শেষ করার দাবিতে আলোচনা সভা

লালমোহন প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২১ | ১৩:৫৮

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বাংলাদেশকে জঙ্গি-তালেবানি রাষ্ট্র করতে এবং ইসলামকে সন্ত্রাসী ধর্মের কালিমা লেপনের ষড়যন্ত্রের অংশ সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এতে বিএনপির দায় ও সম্পৃক্ততা রয়েছে। তাদের ভূমিকাই প্রমাণ করে, বিএনপি একটি উগ্র মৌলবাদী জঙ্গি দল।

মঙ্গলবার সিরিজ বোমা হামলার অবশিষ্ট বিচারিক কার্যক্রম শেষ করার দাবিতে লালমোহন উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার পুনঃতদন্ত করে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মুখোশ উন্মোচন করতে হবে। বাংলাদেশে যে দেয়াল সৃষ্টি করেছে বিএনপি, একুশে আগস্ট গ্রেনেড হামলা করে সে দেয়াল আরও উঁচু করে দিয়েছে তারা। বিএনপি বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির নির্ভরযোগ্য ঠিকানা।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার প্রমুখ।

আরও পড়ুন

×