ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পাচার হওয়া তরুণী উদ্ধার, আটক ২

পাচার হওয়া তরুণী উদ্ধার, আটক ২

তরুণীকে পাচার করার অভিযোগে আটক পাচারকারী চক্রের দুই সদস্য - সমকাল

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২১ | ০৯:১৫

দিনাজপুরের ঘোড়াঘাট থেকে বুধবার পাচার হওয়ার দু'দিন পর ঢাকার আশুলিয়া থেকে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ পাচারকারী দলের দুই সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন- রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেওয়ানপাড়া গ্রামের রোখসানা আক্তার ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার দুর্গাপুর গ্রামের আল আমিন।

উদ্ধার হওয়া ওই শিক্ষার্থীর চাচা জানান, মামার বাড়িতে যাওয়ার সুবাদে তার ভাতিজির সঙ্গে সম্পর্কে গড়ে তোলেন রোখসানা। এরপর ভাতিজিকে ফুসলিয়ে পাচার করার জন্য ঢাকায় নিয়ে যান। বিষয়টি জানতে পেরে সংশ্নিষ্ট থানায় অভিযোগ করলে তাকে উদ্ধার করে পুলিশ।

হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজিব জানান, ১৬ আগস্ট অভিযোগ পাওয়ার পর পুলিশ প্রযুক্তির মাধ্যমে তথ্য নিয়ে ঢাকার আশুলিয়া এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করে। এ সময় পাচারকারী দলের দু'জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মানব পাচার আইনে করা হয়েছে। বৃহস্পতিবার তাদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আটক রোখসানা সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের অন্যতম সদস্য। তার বিরুদ্ধে আগেও মানব পাচার আইনে মামলা করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন

×