ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সমকালে সংবাদ প্রকাশ

অবৈধভাবে বালু উত্তোলনে ৪২ জনের বিরুদ্ধে পরোয়ানা

অবৈধভাবে বালু উত্তোলনে ৪২ জনের বিরুদ্ধে পরোয়ানা

পত্রিকায় প্রকাশিত সংবাদের স্ক্রিনশট

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২১ | ০৯:০৯ | আপডেট: ২৫ আগস্ট ২০২১ | ০৯:১০

অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে সমকালে প্রকাশিত সংবাদ আমলে নিয়ে জড়িত ৪২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের রৌমারী আদালত।

বুধবার চিফ জুডিশিয়াল আদালতের রৌমারী আমলি আদালতের বিচারক মো. সুমন আলী এ পরোয়ানা জারি করেন। আদেশটি বুধবারেই রৌমারী থানায় পাঠানো হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বেঞ্চ সহকারী ইসমাইল হোসেন।

আদালত সূত্র জানায়, ৩০ এপ্রিল সমকালে 'অবৈধ ড্রেজারে বালু উত্তোলন চলছেই, হুমকির মুখে ব্রহ্মপুত্রের তীর রক্ষা প্রকল্প' শিরোনামে ব্রহ্মপুত্র নদসহ উপজেলার বিভিন্ন নদ-নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি আমলে নিয়ে ঘটনার সত্যতা নিশ্চিতে রৌমারী থানার অফিসার ইনচার্জকে (ওসি) সরেজমিনে বিস্তারিত তদন্তের নির্দেশ দেন কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল আদালত।

এর ভিত্তিতে রৌমারী থানা পুলিশ সরেজমিন তদন্ত করে উপজেলার ৪২টি স্থানে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সত্যতা পেলে জড়িত ৪২ জনের নাম উল্লেখ করে আদালতে একটি প্রতিবেদন দেন।

বুধবার রৌমারী আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন আলী ৪২ জনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারার অপরাধ আমলে গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, আদালতের নির্দেশে তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা এখনও হাতে পাইনি।

আরও পড়ুন

×