ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

পাঁচবিবিতে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

পাঁচবিবিতে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

প্রতীকী ছবি

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২১ | ০৭:৫২ | আপডেট: ২৭ আগস্ট ২০২১ | ০৮:৩৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মনোয়ারুল ইসলাম (২২) নামের এক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের শালাইপুর-হিলি রোডের ছালাখুর গ্রামের মাঠের একটি ধানক্ষেত থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মনোয়ারুল দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া গ্রামের বাবু মিয়ার ছেলে।

নিহতের চাচা রমন মিয়া বলেন, বৃহস্পতিবার সকালে মনোয়ারুল ইজিবাইক নিয়ে বের হয়। রাতেও বাড়ি ফিরে না আসায় খোঁজাখুঁজি করি। কোনো সন্ধান না পাওয়ায় শুক্রবার দুপুরে ঘোড়াঘাট থানায় জিডি করতে যাই। সেখানে পুলিশ জানায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক অজ্ঞাত যুবকের মরদেহ পাওয়া গেছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী ভাতিজার মরদেহ শনাক্ত করি।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যার পর ইজিবাইক ছিনতাই করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন

×