ফাঁদ পেতে বন্য হাতি হত্যা, মাথা-পা বিচ্ছিন্ন করে মাটিচাপা

হাতিকে হত্যা করে মাটিচাপা দেওয়া হয়েছে
কক্সবাজার অফিস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২১ | ০৩:৫০ | আপডেট: ৩১ আগস্ট ২০২১ | ০৪:১১
কক্সবাজারের রামুতে লোকালয়ে চলে আসা এক মা হাতিকে বৈদ্যুতিক তারের ফাঁদ পেতে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে মৃত হাতিটির শরীর থেকে মাথা ও পা বিচ্ছিন্ন করে মাটিচাপা দেওয়া হয়েছে।
মঙ্গলবার ভোরে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং এলাকায় ধান ক্ষেতে এ ঘটনা ঘটে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা বলেন, খাবারের সন্ধানে ধোয়াপালং এলাকায় ধানক্ষেতে চলে আসে একটি মা হাতি। সেখানে স্থানীয় লোকজন বৈদ্যুতিক তারের ফাঁদ পেতে হাতিকে হত্যা করে। এরপর হাতিটির মাথা ও পা বিচ্ছিন্ন করে মাটিচাপা দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মিজানুল ইসলাম বলেন, নজির আহমেদ নামে একজনকে প্রাথমিকভাবে আটক করেছি। নজির রামুর খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান এলাকার বাসিন্দা।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, সোমবার মধ্যরাতে রামুর খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান সংলগ্ন পাহাড়ি এলাকায় ধান ক্ষেতে ৫/৬টি বন্য হাতির দল খাবার খেতে নামে। ধান ক্ষেতের মালিক নুরুল ইসলাম ও তার স্বজনরা হাতিগুলো তাড়ানোর চেষ্টা চালায়। এক পর্যায়ে তারা ধানক্ষেত থেকে হাতি তাড়াতে বিদ্যুতের ফাঁদ ব্যবহার করে। খবর পাওয়া গেছে অন্য হাতিগুলো পালিয়ে যেতে সক্ষম হলেও একটি হাতি বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যায়। পরে মৃত হাতিটিকে ধারালো অস্ত্র দিয়ে খণ্ড-বিখণ্ড করে ধানক্ষেতে মাটিচাপা দেয়।
তিনি আরও বলেন, মঙ্গলবার সকালে হাতিটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনায় রামু থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। কক্সবাজার বন আদালতে আটজনকে আসামি করে মামলা করা হয়েছে।
- বিষয় :
- কক্সবাজার
- হাতি হত্যা
- ফাঁদ