ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুই পা হারালেন রফিকুল

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুই পা হারালেন রফিকুল

প্রতীকী ছবি

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২১ | ০৫:৪০ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ | ০৫:৪০

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে রফিকুল (৫০) নামে এক ব্যক্তি দুই পা হারিয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পীরগঞ্জ রেল স্টেশনে যাত্রাবিরতীর পর ছেড়ে যাওয়ার সময় নামতে গিয়ে এই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। 

রফিকুল জেলার হরিপুর উপজেলা বোরুয়াল গ্রামের এরফার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা হতে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পীরগঞ্জ আসার সময় ট্রেনে ঘুমিয়ে পড়েছিলেন রফিকুল। ট্রেনটি পীরগঞ্জ রেল স্টেশন হতে ছেড়ে যাওয়ার সময় ট্রেনের হুইসেল শুনে রফিকুল তাড়াহুড়া করে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যায়। এতে তার দুই পা ট্রেনের চাকায় কাটা পড়ে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে আসে। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

সহকারি স্টেশন মাস্টার সুজন আলী ঘটনার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


আরও পড়ুন

×