ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

খুলনায় শ্রমিক সমাবেশ

বকেয়া পরিশোধ ও পাটকল চালুর দাবি

বকেয়া পরিশোধ ও পাটকল চালুর দাবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২১ | ১০:১০ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২১ | ১০:১০

খুলনার খালিশপুর ও দৌলতপুর জুট মিল, সিরাজগঞ্জের জাতীয় জুট মিল এবং চট্টগ্রামের আরআর ও কেএফডি জুট মিলের দৈনিকভিত্তিক শ্রমিকদের সঠিক হিসাব অনুযায়ী পাওনা পরিশোধ, রাষ্ট্রায়ত্ত পাটকল রাষ্ট্রীয় মালিকানায় চালু ও আধুনিকায়নের দাবিতে খালিশপুর ও দৌলতপুর জুট মিল কারখানা কমিটির উদ্যোগে শ্রমিক সমাবেশ হয়েছে। 

শুক্রবার বিকালে খুলনা মহানগরীর খালিশপুর পিপলস গোল চত্বরে এ সমাবেশ হয়।

সমাবেশে বক্তারা বলেন, সরকার ১৪ মাস আগে করোনা মহামারীর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ২৫টি পাটকল ও ৬টি চিনিকল বন্ধ করে দিয়েছে। ফলে পাটকল ও চিনিকলসংশ্নিষ্ট অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এসব শ্রমিকের নিজস্ব কোনো বাস্তুভিটা নেই। এ অবস্থায় তারা পরিবার-পরিজন নিয়ে কীভাবে জীবনযাপন করবেন? পাটকলগুলো বন্ধ করায় খাওয়া-দাওয়াই শুধু নয়, তাদের সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে।

বক্তারা বলেন, সরকার বলছে অব্যাহত লোকসানের কারণে পাটকলগুলো বন্ধ করতে বাধ্য হয়েছে। প্রকৃত অর্থে পাটকলে লোকসানই যদি হয়ে থাকে, তা হলে এই লোকসানের জন্য দায়ী কারা? কী কী কারণে লোকসান হয়েছে তার কি কখনও তদন্ত হয়েছে? এ পর্যন্ত লোকসানের কোনো তদন্ত হয়নি। এই লোকসানের জন্য দায়ী স্বাধীনতার পরবর্তী বাংলাদেশে সরকারের শিল্পবিরোধী নীতি এবং মন্ত্রী-আমলা-দুর্নীতিবাজ কর্মকর্তা-ব্যবসায়ী-রাজনীতিবিদের সম্মিলিত লুটপাট ও দুর্নীতি। এই দুর্নীতি-লুটপাটের জন্য শ্রমিক-কৃষকরা কোনোক্রমেই দায়ী নয়।

দাবি না মানলে ধারাবাহিকভাবে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পিপলস গোল চত্বর থেকে শুরু হয়ে নতুন রাস্তা পর্যন্ত গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন কারখানা কমিটির সভাপতি মনির হোসেন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আলমগীর কবীর। বক্তব্য দেন পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের সদস্য সচিব এসএ রশীদ, বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি মোজাম্মেল হক খান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা নেতা আব্দুল করিম প্রমুখ।

আরও পড়ুন

×