হাসপাতাল প্রকল্প বাতিলে সিআরবিতে সাইকেল র্যালি

ছবি: ফাইল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২১ | ০৮:২৯ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২১ | ০৮:২৯
সিআরবি থেকে হাসপাতাল নির্মাণ প্রকল্প সরিয়ে নেওয়ার দাবিতে শনিবার বিকেলে সাইকেল র্যালি বের করা হয়েছে। সিআরবি ও আশপাশের সড়কে সাইকেল নিয়ে ঘুরে বেড়ান বিভিন্ন বয়সের দুই শতাধিক মানুষ। নাগরিক সমাজ, চট্টগ্রামের উদ্যোগে এ কমসূচি পালন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনটির সদস্য সচিব অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল। এ সময় সংগঠনের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এর আগে গত ৯ আগস্ট সাইকেল র্যালির আয়োজন করা হয়েছিল। এ ছাড়া প্রতিদিনের মতো শনিবারও সিআরবিতে ভিড় করেন বিপুলসংখ্যক মানুষ। নাগরিক সমাজ আয়োজিত নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তারা।
সংগঠনের নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম মুন্না সমকালকে বলেন, সিআরবি থেকে হাসপাতাল নির্মাণ প্রকল্প সরিয়ে নেওয়ার দাবিতে বের করা সাইকেল র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার কথা ছিল। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি না পাওয়ায় সিআরবি ও আশপাশের সড়কে র্যালি সীমাবদ্ধ রাখা হয়। সিআরবি রক্ষার দাবি সংবলিত লেখা ছাপানো সাদা টিশার্ট গায়ে দিয়ে দুই শতাধিক লোক এ কর্মসূচিতে অংশ নেন।
এদিকে সিআরবির পরিবর্তে অন্য কোনো জায়গায় হাসপাতাল প্রকল্প সরিয়ে নেওয়ার দাবিতে গণস্বাক্ষর সংগহ কর্মসূচি করছে নাগরিক সমাজ। এরই অংশ হিসেবে শনিবার নগরীর ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। মুক্তিযোদ্ধার সন্তান সংসদ, চট্টগ্রাম মহানগর শাখার সহসভাপতি এম রেজাউলের সভাপতিত্বে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাগরিক সমাজের সদস্য সচিব ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল।