ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

কোম্পানীগঞ্জে ১৪৪ ধারা জারি

কোম্পানীগঞ্জে ১৪৪ ধারা জারি

ফাইল ছবি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২১ | ১০:১৬ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২১ | ১০:১৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের রংমালা বাজারের দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার নিকটবর্তী পাঁচ কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন। শনিবার রাত ৯টা ৩০ মিনিটের দিকে ১৪৪ ধারা জারি করা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর সমকালকে জানান, আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কায় রোববার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রংমালা এলাকার পূর্ব-পশ্চিম ও উত্তর-দক্ষিণ পর্যন্ত কোনো প্রকার সভা-সমাবেশ করা যাবে না।

প্রসঙ্গত, শুক্রবার বিকেলে বসুরহাট পৌরসভা মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা রংমালা মাদ্রাসা ময়দানে তার অনুসারী কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুলকে মাদ্রাসার সভাপতির পদ থেকে অপসারণের প্রতিবাদে এ প্রতিবাদ সমাবেশের আয়োজনের ঘোষণা দেন।অপরদিকে শুক্রবার রাত ৯টার দিকে কাদের মির্জার প্রতিপক্ষ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র ভাগ্নে মাহবুব রশীদ মঞ্জু মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুনকে অপমান ও নাজেহাল করার প্রতিবাদে একই স্হানে একই সময় প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন।

বর্তমানে রংমালা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

আরও পড়ুন

×