কাদের মির্জার বহিষ্কার দাবিতে পোস্টারিং

কাদের মির্জা
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২১ | ১০:৩৯ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২১ | ১১:১৪
কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার শাস্তি ও দল থেকে বহিষ্কারের দাবিতে পোস্টারিং করা হয়েছে। প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করে এসব পোস্টার রোববার রাতে উপজেলার বিভিন্ন স্থানে সাঁটানো হয়েছে।
সোমবার কাদের মির্জার অনুসারীরা হেঁটে হেঁটে পোস্টার অপসারণ করেছেন।
পোস্টারে কাদের মির্জার বিকৃত ছবি ও তার লোকজনের হামলার শিকার হয়ে আহতদের ছবি রয়েছে। তবে কারা এ ধরনের পোস্টারিং করেছে, তা জানা যায়নি।
সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল ও সাধারণ সম্পাদক মো. ইউনুছ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ ধরনের পোস্টারিংয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান নেতারা।
কাদের মির্জার ব্যক্তিগত সহকারী ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল হামিদ বলেন, মিজানুর রহমান বাদল, মাহবুবুর রশিদ মঞ্জু ও খিজির হায়াত খান কাদের মির্জার সম্মান ক্ষুণ্ণ করার জন্য এসব যড়যন্ত্র করছে। তবে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল সমকালকে বলেছেন, তিনি এ ব্যাপারে কিছু জানেন না।